
স্টাফ রিপোর্টার :
আগামী ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় শহরের রাধানগর ওয়ার্ড আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে শোক দিবসের উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজগার আলী সরদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম। এছাড়া বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, আওয়ামীলীগ নেতা মারুফ আহমেদ খান শামিম, আজিজুল হক,শ্রমিক নেতা বাবু, আব্দুর রহমান গাজী, হোসেন আলী, আব্দুস সবুর, ডাঃ নাসির উদ্দীন, মাজেদ খান, আব্দুর রাজ্জাক প্রমুখ। শোক দিবসের প্রস্তুতি সভায় ১৫ই আগষ্ট বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।