শ্যামনগরের আকাশলীনা ভ্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


875 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরের আকাশলীনা ভ্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর::
সুন্দরবন সংলগ্ন চুনানদীর বুক চিরে গড়ে ওঠা সাতক্ষীরা জেলার শ্যামনগরের আকর্ষনীয় আকাশলীনা ইকো পার্কটি পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দেশের দক্ষিনে অবস্থিত একমাত্র স্থল পথে এসে সব চেয়ে নিকটতম স্থান থেকে সুন্দরবন ভ্রমনের সহজ উপায় হলো শ্যামনগরের মুন্সিগন্জ, কলবাড়ী ও বুড়িগোয়ালিনী এলাকা থেকে। আর আকাশলীনা ইকোপার্কটি যোগ করেছে এর সাথে আরো একধাপ ইমেজ।
গত রোববার সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সিগন্জের ইকো পার্কটি পরিদর্শন করে মুগ্ধ হন।তিনি এসময় এ পার্কের আরো উন্নতিকরনে সার্বিক সহযোগিতা করার আস্বাস প্রদান করেন।
এসময় আসাদুজ্জামান খাঁন কামাল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর সাথে ছিলেন,
মো: দিদার আহম্মদ, রেঞ্জ ডিআইজি, খুলনা, মো: সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার, সাতক্ষীরা, মো: কামরুজজামান, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগরসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় তিনি পশ্চিম সুন্দরবনের গভীরে কলাগাছিয়া টহল ফাড়ীটিও পরিদর্শন করেন।