
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খালকে স্থানীয় প্রজাতির মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আড়পাঙ্গাশিয়া খালে কৈ, শিং, মাগুর, শোল, টেংরা, পুটি, মলা, ঢেলাসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করে খালটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
মাছের পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন- স্থানীয় ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী, স্থানীয় ইউপি সদস্য শুধাংশু মিস্ত্রী, আড়পাঙ্গাশিয়া আইপিএম কৃষি ক্লাবের সদস্য সাধু রঞ্জন জোয়ারদার, কৃষক নিরঞ্জন কুমার জোয়ারদার, বাবলু জোয়ারদারসহ স্থানীয়রা।
এ বিষয়ে ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী বলেন, আমাদের বেঁচে থাকার জন্য স্থানীয় প্রজাতির মাছের বৈচিত্র্য টিকিয়ে রাখা খুবই জরুরী। ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, আড়পাঙ্গাশিয়া আইপিএম কৃষি ক্লাব এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘোষিত এ অভয়ারণ্য পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।