
এস কে সিরাজ, শ্যামনগর :
শ্যামনগরের কলবাড়ী এলাকার শওকাত খা নামের এক কাঠ পাচারকারীর বাড়ী থেকে সুন্দরবনের মুল্যবান লক্ষাধিক টাকার কাঠ আটক করেছে বন বিভাগ।
শুক্রবার সকালে মুন্সিগনজ টহল ফাড়ীর বন কর্মচারীরা গোপন সংবাদ পেয়ে কলবাড়ী এলাকার শওকাত খার বাড়ীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কাঠ আটক করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
মুন্সিগঞ্জ ফরেষ্ট স্টেশনের কর্মকর্তা মোকাম্মেল হোসেন সুন্দরবনের কাঠ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, এ ব্যাপারে কাঠ পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, সুন্দরবনের চুনকুড়ি, টেংরা খালী,কাঠেশ্বর টহল ফাড়ী এলাকা দিয়ে প্রায় কাঠ পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা এসব অভিযোগ করলেও বন বিভাগ আজও কোন ধরণের পদক্ষেপ নেয়নি বলে তারা জানিয়েছে।