শ্যামনগরের কাশিমাড়ী থেকে ৩ মাদক সেবী আটক


788 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরের কাশিমাড়ী থেকে ৩ মাদক সেবী আটক
আগস্ট ২, ২০১৫ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

মেহেদী হাসান মারুফ শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর থানা পুলিশ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজার মসজিদ এলাকা থেকে মাদকদ্রব্যসহ ৩ মাদক সেবী কে আটক করেছে। এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক মাদক সেবীরা হল, কাশিমাড়ী গ্রামের আব্দুল মজিদ তরফদারের পুত্র আব্দুল হামিদ (৩০), ঘোলা গ্রামের মান্নান শেখের পুত্র, মাছুম বিল্লাহ (২৬), ও একই গ্রামের মৃত জেহের আলীর পুত্র এনামুল হক (২৪)। থানা সুত্রে জানা যায় এরা ৩ জনই মাদক সেবন করে সম্পূর্ণ অস্বাভাবিক আচারন করতে থাকে এবং এদের মধ্যে আব্দুল হামিদ মসজিদের মধ্যে ঢুকেপড়ে এবং মাতলামি করতে থাকে। এমতাবস্থায় মুসুল্øিরা তাকে ধরে থানায় খবর দেয়। শ্যামনগর থানার এস আই আব্দুল কাদেরের নেতৃত্বে আব্দুল হামিদ সহ অপর ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাছুম বিল্লাহ ও এনামুল হকের কাছ থেকে পুলিশ কয়েকটি ইয়াবা ট্যাবলেট ও কয়েক মোড়ক গাজা উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পুস্তুতি চলছিল। থানা অফিসার ইনচার্জ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।