
এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগরের কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দীন আহম্মেদকে এলাকার চিহ্নিত বখাটেরা লাঞ্ছিত করেছে। স্কুলের ছাত্রীদের উত্যাক্ত করার পতিবাদ করায় বখাটেদের মারপিটে গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে এলাকাবাসী উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছে । এদিকে স্কুল কর্তৃপক্ষ এঘটনার নিন্দা জানিয়ে শ্যামনগর থানায় বখাটেদের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন ।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে।
জানাগেছে,রাজবাড়ী গ্রামের ছামসুর রহমানের ছেলে বখাটে সাইফুল(২০),যাদা গ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম রেজা(২২),ও আব্দুস সামাদের প্রায় স্কুল ছাত্রীদেরকে উত্যাক্ত করে। শিক্ষক সালাউদ্দীন এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এঘটনার পর কৈখালী ইউপি চেয়াম্যান রেজাউল করিম শ্যামনগর হাসপাতালে আহত ওই শিক্ষককে দেখতে যান।