
আর.কে.বাপ্পা, দেবহাটা :
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর এর দুরমুজখালী কোম্পানীর আওতাধীন শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী দুরমুজখালী ভবানী সুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে অধিনায়ক, লেঃ কর্ণেল মাকছুদ আহমদ, পিএসসি এর নেতৃত্বে ০৩ জন ষ্টাফ অফিসার, অন্যান্য পদবীর ০৮ জন বিজিবি সদস্য এবং প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়ন, টগরভিলা, কলকাতা এর পক্ষে কমান্ড্যান্ট শ্রী কে এম প্রসাদ এর নেতৃত্বে ০৩ জন স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর ০৮ জন বিএসএফ সদস্য অংশগ্রহণ করেন। উক্ত পতাকা বৈঠকে সুন্দরবন এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন, ভারতীয় আলীপুর সেন্ট্রাল কারেকশনাল হোম কারাগারে আটক ১৬ জন বাংলাদেশী নাগরিক ফেরত, বিজিবি-বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ এবং উভয় পক্ষের সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উক্ত পতাকা বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের মধ্যে মতবিনিময় ও আলোচনা শেষে পরস্পরের মধ্যে শুভেচ্ছা নিদর্শন স্বরুপ উপহার সামগ্রী বিনিময় করা হয়। বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষ তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূর্বের ন্যায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আন্তঃ সীমান্ত সমস্যা সমূহ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয় সেই আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক সমাপ্ত হয় বলে বিজিবি সূত্র জানায়।