
এস,কে সিরাজ, শ্যামনগর :
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের খালপেটুয়া নদীর বেঁড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। গত কয়েক দিনের অব্যহত বৃষ্টি ও খোলপেটুয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কারনে পোড়াকাটলা এলাকা ভেঙে যে কোন সময় নদীর পানি লোকালয়ে ঢুকে কমপক্ষে ১০ গ্রাম প্লাবিত হতে পারে। স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছায় বেঁড়ীবাধ বাধার কাজ অব্যাহত রেখেছে।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, গত রোববার গভীর রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা নামক স্থানে ৪০ ফুট জায়গায় ব্যপক ভাঙনের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ওই এলাকা ভেঙ্গে প্রবল জোয়ারের পানি ঢুকে পোড়াকাটলা, ভামিয়া, আবাদচ-িপুর, আড়পাংগাশিয়া, দূর্গাবাটী, ছোটকুপট সহ ততসংলগ্ন ১০ গ্রাম পানির নিচে তলিয়ে যেতে পারে। এদিকে, টানা বৃষ্টি হওয়ায় অধিকাংশ এলাকা আগে থেকে তলিয়ে রয়েছে। এর উপর খোলপেটুয়া নদীর পানি ঢুকে পড়লে ক্ষতিগ্রস্থ এলাকার হাজার হাজার মানুষ পানি বদ্ধ অবস্থায় দিনের পর দিন কাটাতে হবে। ইতমধ্যে শতাধিক চিংড়ী ঘের পানির নিচে তলিয়ে গেছে। ভাঙ্গন কবলিত এলাকায় মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাধ বাধার কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, বেঁড়ীবাধ এলাকায় ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। বর্তমানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙ্গন রোধ করতে কাজ করে যাচ্ছে।