
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর গ্রামে সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে নলকূপ স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা। এলক্ষ্যে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যাদবপুর ইউনিট প্রধান কামরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় শিক্ষার্থীরা বুধবার সকালে শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের কাছে লিখিত আবেদন করেছে।
আবেদনপত্রে শ্যামনগর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেবীপুর গ্রামে সুপেয় পানির সংকটের বিষয়টি তুলে ধরে তা সমাধানের জন্য একটি নলকূপ স্থাপনের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। পরবর্তী বাজেটে দেবীপুর গ্রামে নলকূপ স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হবে।