
এস কে সিরাজ, শ্যামনগর :
শ্যামনগরের নওয়াবেকি বাজারে অভিযান চালিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সাগর বিদ্যুৎ ফিস কে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় কেরেছন।
বুধবার খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত উপজেলার বৃত্তর বাজার নওয়াবেকীতে এক অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জনসম্মুখে মৎস্য কর্মকর্তা , মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৫(৪), ৫(৫) লংঘন করায় বিদ্যুৎ ফিসকে ৪০০০০(চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন । এসময় পুশকৃত ২০ কেজি চিংড়ি ও বিনষ্ট করা হয় এবং এই অপরাধ না করার জন্য স্থানীয় বাজারের সকল ডিপো মালিককে সর্তক করা হয়।
এদিকে উপজেলার সর্বত্রে অধিকাংশ ডিপো গুলোতে নিতীমালা না মানার অভিযোগ রয়েছে। চিংড়ী শিল্পকে ধ্বংশের মুখ থেকে রক্ষা করতে এধরনের একাধিক অভিযান চালানোর অনুরোধ করেছেন,শ্যামনগরের সচেতন মহল।