শ্যামনগরের নকিপুরে ভেজাল বিরোধী অভিযানে চার ব্যাবসা প্রতিষ্টান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায়


680 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরের নকিপুরে ভেজাল বিরোধী অভিযানে চার ব্যাবসা প্রতিষ্টান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায়
জুলাই ৪, ২০১৫ শ্যামনগর
Print Friendly, PDF & Email

এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগরের নকিপুর বাজারে শনিবার বিকালে  ভেজাল খাবার বিক্রির অভিযোগে ২টি হোটেল ও ২টি মিষ্টির দোকানে ভ্রম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো: মনজুর আলম ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন । এসময় সাতক্ষীরা ঘোষ ডেয়রী নামক একটি মিষ্টির দোকানের কারখানা সিলগালা করে দেয়া হয়েছে ।
শ্যামনগর উপজেলা নিবার্হী ভয়েস অব সাতক্ষীরাকে জানান, শনিবার বিকালে ভেজাল খাবার তৈরীর অভিযোগে নকিপুর বাজারের গ্রামীন হোটেল কে ১০ হাজার , আল মদিনা হোটেলকে ৫ হাজার, মোদক সুইটিকে ৫ হাজার ও সাতক্ষীরা ঘোষ ডেয়রীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ঘোষ ডেয়রীর খাবার তৈরীর কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রম্যমান আদালত। পবিত্র রমজানে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করায় সচেতন মহল স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন । ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবী সব মহলের ।