
এস কে সিরাজ,শ্যামনগর : শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধে দীর্ঘ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বেড়ীবাঁধ গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও যত্মের অভাবে দীর্ঘ ভাঙনে মানুষের মনে আইলার ন্যায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কোন সময় পুরো ইউনিয়নের ঝাপা,গড়কুমারপুর,চন্ডিপুর,বাইনতোলা কামালকাটী সহ ১৫ গ্রাম তলিয়ে যেতে পারে ।
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, তার ইউনিয়নে কামালকাটি জগদীশের বাড়ি থেকে শচীনের বাড়ি পর্যন্ত দীর্ঘ দেড় কি: মি: পাউবো বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন ধরেছে। ইতিমধ্যে ওই স্থানে অধিকাংশই খোল পেটুয়া নদী গিলে খেয়েছে। ভাঙনের গতি দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে। চলমান বর্ষা মৌসুমে নদীর উত্তাল জোয়ারের ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্থ স্থান যে কোন মুহুর্তে ভেঙে পুরো ইউনিয়ন অথই জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও জানান, পাউবো কর্তৃপক্ষকে জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছে না। মানুষের মনে অজানা আতঙ্ক ভর করেছে। এ বিষয়ে ৭/১ পোল্ডারের দায়িত্বরত এসও ওয়াজেদ আলী চাকলাদারের সাথে যোগাযোগ করে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।