শ্যামনগরের প্রত্যান্ত গাঁয়ে কুড়িয়ে পাওয়া সবজির ব্যতিক্রমী মেলা


569 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরের প্রত্যান্ত গাঁয়ে কুড়িয়ে পাওয়া সবজির ব্যতিক্রমী মেলা
মার্চ ১৪, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের প্রত্যান্ত গ্রামমানিকখালীতে প্রকৃতির নানা প্রজাতির গাছ -গাছড়া, শাক, লতা, গুল্ম,ফল, মূল ও উদ্ভিদ বৈচিত্র্যের প্রদর্শণীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সম্পূর্ন ব্যতিক্রমী এক পাড়া মেলা। ১৪ মার্চ ২০১৮ খ্রিঃ বিকাল ৪ টায় রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের কাঞ্চন রানীর উঠানে এই পাড়া মেলা অনুষ্ঠিত হয়। পাড়া মেলায় স্থানীয় এলাকার ২৫ জন নারী, পুরুষ, যুব, শিক্ষার্থী কুড়িয়ে পাওয়া অচাষকৃত এবং ঔষধি উদ্ভিদবৈচিত্র্য নিয়ে ২৫টি আলাদা স্টল প্রদর্শন করেন।প্রতিটি উদ্ভিদের বৈচিত্র্য এবং গুনাগুন বা কি কাজে ব্যবহৃত হয় তা কাগজে
লিখে রাখেন যাতে করে প্রতিটি উদ্ভিদ বা কুড়িয়ে পাওয়া সবজি সম্পর্কে সকলেইদেখতে ও জানতে পারে। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এরসহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠী উক্ত পাড়া মেলার আয়োজন করে। পাড়া মেলায় শেখ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউপির মহিলা সদস্য মিসেস তাসমিনা বেগম ,তিনি তার বক্তব্যে বলেন, আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করছি কারণ আজ এখানের এসে যে সবজি গুলো দেখেছি আমরা এগুলো সংরক্ষণ না করতে পারলে একদিন হয়তো এসমস্ত সবজি জাদুঘরে দেখতে হতে পারে।মেলায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধনঞ্জয় মন্ডল(শিক্ষক), বিশেষভাবে সক্ষম নীলকান্ত মন্ডল ,বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী, বারসিকের এলাকা সমন্বয়কারি পার্থ সারথী পাল প্রমুখ। এছাড়া অনুষ্টানে ১০ জন প্রবীন ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে মেলার স্টলে অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সমগ্র অনুষ্টান পরিচালনা করেন বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার।