
এস কে সিরাজ ::
শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই প্রথম অসাম্প্রদায়িক মডেল ইউনিয়ন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় মুসলিম ধর্মাবলম্বীদের জন্য তাফসিরুল কোরআন মাজফিল অনুষ্ঠিত হয়েছিল এবং অাজ ২১ শে এপ্রিল, ২০১৭ ইং বিকাল ৫ টায় দেশ মাতৃকা ও সকল জীবের শান্তি ও কল্যাণার্থে ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে অার্য সনাতনী ধর্মসভা ২০১৭ অনুষ্ঠিত হয়। উক্ত ধর্মসভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) ও নির্বাচিত সদস্য ডালিম কুমার ঘরামি, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান (৩) শিল্পী রাণী মৃধা, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসীম বুমার জোয়াদ্দার।
উক্ত ধর্ম সভায় সভাপতিত্ব করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।