
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজামনগর ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল বারী। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। সংবাদ সম্মেলনে তার পক্ষে তার ছেলে ইউনুস আলী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, আব্দুল বারী ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ২২ মার্চ নতুনঘেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ লাল্টুর কাছ থেকে উৎকোচ নিয়ে প্রিজাইডিং অফিসার ভোট কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত ঘোষণা করে। এমনকি ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষরও নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে তিনি ৮নং ওয়ার্ডের ভোট পুনঃগণনার দাবি জানান। ##