
এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের নিহার বিশ্বাস এর কন্যা মিতা বিশ্বাস(১৪)বিয়ে নয় , পড়তে চায়।পিতা-মাতা তাকে বিয়ে দিতে চাওয়ায় মিতা বিয়ের বিরোধীতা করে বিষপানে আত্বহত্যার চেষ্টা করে।স্কুল ছাত্রী মিতা বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন ।
জানাগেছে , শ্যামনগর সদরের নকিপুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মিতা বিশ্বাস কে তার অমতে বিয়ে দিচ্ছিলেন, তার বাবা- মা। সে ওই বিয়েতে রাজী না হয়ে তার লেখাপড়ার ধারাবাহিকতা রাখতে চেয়েছিল।এক পর্য্যায় বাবা মার ভুল সিন্ধান্তের প্রতিবাদ করেও কোন কাজ হয়নি। বুধবার দুপুরে সকলের অজান্তে বিষপান করে আত্বহত্যার চেষ্টা চালায় মিতা। এঘটনার পর তার পরিবার ও নিকট আত্বীয় স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করায়। বতর্মানে মিতা বিশ্বাস শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।ডাক্তাররা বলছে, মিতা সুস্থ্যতার দিকে।
বাল্য বিবাহের প্রতিবাদকারী মিতার মতো আর কোন মেয়েকে যেনো এমন পরিস্থিতির শিকার না হতে হয় সে দাবি শ্যামনগরের সচেতন মহলের।