
এস কে সিরাজ, শ্যামনগর :
সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের হরিনগর বাজারের সামনে চুনানদীর প্রবল জোয়ারে ৫নং পোল্ডারের পাউবোর বেড়ীবাঁধে ভয়াবহ ফাটল ধরেছে। যে কোন সময়ে বেড়ীবাঁধ ভেগ্ঙে হরিনগর বাজারসহ আশপাশের কয়েকটি গ্রাম পানির নীচে তলিয়ে যেতে পারে।
এদিকে বেড়ীবাঁধ ভাঙ্গন আতংকে অর্ধশতাধিক ব্যবসায়ীরা আতংকের
মধ্যে দিনাতিপাত করছে। রাত জেগে ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ পাহারা দিচ্ছে । তারা দ্রুত বেড়ীবাঁধ সংস্কার করার জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান,বেড়ীবাধটি দ্রুত সংস্কার না করা হলে হরিনগর বাজারের বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে।বেড়ীবাঁধের ভাঙ্গনটি দিন দিন ভয়াবহ আকার ধারন করছে। যে কোন সময়ে বাধ ভেঙ্গে যেতে পারে।