
শ্যামনগর প্রতিনিধি :
শুক্রবার সকাল ১০ টায় কাতখালী মসজিদ মাদ্রাসার সামনে ক্রিকেট মাঠে নকিপুর একতা যুব সংঘের আয়োজনে আট দলীয় সিক্স সাইড ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে বাছাইকৃত প্লেয়ার দের সমন্বয়ে আটটি দলে ছয় জন করে প্লেয়ারের সমন্বয়ে প্রতিটি দল অংশ গ্রহণ করে। সারাদিন ব্যপি আটটি দলে চারটি পর্যায়ে খেলা শেষে রানার্সআপ হন মামুন সুপার সেভেন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয় যাদবপুর ক্রিকেট একাদশ আটটি দলের প্লেয়াদের সমন্বয়ে খেলা শেষে ওহিদুল ইসলাম ম্যান অফ দ্যা ম্যাস ও ম্যান অফ দ্যা সিরিজ লাভ করেণ। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেণ, উপজেলা তরুন লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, শ্যামনগর ক্যাটারিং সার্ভিস এর পরিচালক আব্দুর রশিদ (নান্টু) সহ গন্যামন্য ব্যক্তিবর্গ, সমগ্র খেলা পরিচালনা করেণ মোঃ আদম আলী ও আশরাফুজ্জামান প্রমুখ।