
এস কে সিরাজ,শ্যামনগর :
আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে শ্যামনগর উপজেলা কনভার্জেন্স কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ.এন.এম মঈনুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা।
সভাপতিত্ব করেন আবু সায়েদ মো: মনজুর আলম, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর।
বিশেষ অতিথি ছিলেন এস.এম মহসিন উল মুলক, উপজেলা চেয়ারম্যান (ভার:); উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান; জেলা এলজিএসপি ফ্যাসিলিটেটর; জি এম আকবর কবীর, সভাপতি শ্যামনগর প্রেসক্লাব, এনজিএফ এর পরিচালক মোঃ লুৎফর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ, সাধারণ আসনের সদস্য, সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ অনেকে। আকাশলীনায় এ ধরনের সভার আয়োজন করায় উপস্থিত সকলেই আয়োজক কারীদের ধন্যবাদ জানান।