
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর প্রতিনিধিঃ
শুত্রুবার জশ্নে জুলুছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আহালে সুন্নাত আল জামাত শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে র্যালী,আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় কয়েক হাজার মুসুল্লীদের নিয়ে এক বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রেসক্লাব চওরে এসে আলোচনা ও দোয় অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম জগলুল হায়দার- জাতীয় সংসদ সদস্য ১০৮ সাতক্ষীরা-৪। অরো উপস্থিত ছিলেন গাজী আনিসুজ্জামান আনিছ চেয়ারম্যান কাশিমাড়ী ইউ,পি। ব্যক্তব রাখেন আহালে সুন্নাত সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডঃ জি,এম মাছুম বিল্লাহ সুজন,উপজেলা আহালে সুন্নাতরে সভাপতি হাজী সমশের আলী ঢালী, সাধারন সম্পাদক মাওঃ বেল্লাল হোসেন ও মাওঃ আরিফবিল্লাহ, মাওঃ আব্দুল আজিজ সুপার রামনগর জাজেয়ী কাদিরিয়া তাহিরিয়া আলিয়া মাদ্রাসা, জি,এম আকবর কবীর সভাপতি শ্যামনগর প্রেসক্লাব। বক্তাগন বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ছিলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত। তিনি সত্য সুন্দর ও কল্যানের পথ প্রদর্শক।কেবল ইসলাম ধর্মের গবেষক-বিশেষজ্ঞরাই নন,অন্যান্য ধর্মের পন্ডিত ব্যক্তিরাও তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে সর্বোচ্চ আসন দিয়েছেন। ধর্ম মানুষের শান্তি ও কল্যাণের জন্য। মানুষের কষ্ট দেয়ার জন্য নয়, বরং মানুষের কষ্ট লাঘব করার জন্যই ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল বারী ইমান শংরকাটি জামে মসজিদ। জুম্মাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসাজদের ইমান মুফতি আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক। অপর দিকে শ্যামনগর থানা মসজিদ,ইসলামিক মিশন ,সহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।