
বিজয় মন্ডল ::
৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে উন্নুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত উন্নুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩নং শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ওসমান গনি, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণায়েন্দ মূখার্জী, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা, সচিব, গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।