
শ্যামনগর ব্যুরোঃ
শ্যামনগরের একটি বাড়ী
একটা খামার প্রকল্পের নতুন ভবন বুধবার
সকালে শ্যামনগরের ইউএনও আবু সায়েদ
মোঃ মনজুর আলম পরিদর্শন করেন। এসময়
তিনি অফিসের আসবাবপত্র নিয়ে কিছু দিক নির্দেশনা
দেন।
পরিদর্শন কালে উপস্থিত
ছিলেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,সহকার
কমিশনার এসিল্যান্ড আহসান উল্লাহ
শরিফি, মুক্তিযোদ্ধা কমাউন্ডার বাবু
দেবীরন্জন মন্ডল,একটি বাড়ী একটি
খামার প্রকল্পের সম্নয়কারী প্রদীপ কুমার
মন্ডল,শ্যামনগর সদর ইউপিরপ্যানেল
চেয়ারম্যান সাংবাদিক এস কে
সিরাজ।।