
মেহেদি হাসান মারফ শ্যামনগর প্রতিনিধি :
৩১ ডিসেম্বর ২০১৫, পিকেএসএফ এর সহযোগিতায়, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর “সমৃদ্ধি কর্মসূচি” এর উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাঙ্গনে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে নাক কান গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবু শশাঙ্ক কুমার এবং সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়কারী জনাব এইচ, এম, মামুনুর রশিদ। উক্ত ক্যাম্পে আটুলিয়া ইউনিয়নের প্রায় ২৫০ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডাঃ নারায়ন প্রসাদ সান্যাল, কনসালটেন্ট, সদর হাসপাতাল, সাতক্ষীরা। এছাড়া সার্বিক তত্বাবধায়নে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তা-কর্মী বৃন্দ।