
মোঃ আশিকুর রহমান :
শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১জানুয়ারি) সকাল দশটায় ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী’র আওতায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
দৌড় প্রতিযোগিতায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (এস এফ) এনজিএফ আলমগীর কবির, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, প্রাক্তন যুবলীগের সভাপতি মো: মারুফ বিল্লাহ, প্রোগ্রাম অফিসার আকবর হোসেন।
এ সময় অতিথি বৃন্দের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ দৌড়বিদদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচীর ফোকাল সরদার জিয়া উদ্দিন।