
এস কে সিরাজ, শ্যামনগর :
এস এস সি পরিক্ষায় ভাল ফলা ফলের জন্যে সবাই আপ্রান চেষ্টা করেছিল। প্রত্যেক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক গন। যার কারনে এবার পরিক্ষায় ভাল ফলাফল করতে পেরেছেন, বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন। এভাবে এ অবস্থান কে ধরতে রাখতে পারলে শ্যামনগরে শিক্ষার অবস্থান অনেক উর্দ্ধে যাবে।সে স্কুলের সুনাম দ্রুত গতিতে নিজস্ব গোন্ডি পেরিয়ে অনত্রে ছড়িয়ে পড়বে। ভালদের কে অনুসরন করকে বি- পর্য্যায় পড়া অনেকেই। শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেছেন, আমরা আরো ভাল করতে চাই, ভালদের আরো ভাল করতে হবে এবং খারাপদের কে ও ভাল করতে হবে , শিক্ষার পরিবেশ, শিক্ষার মান বাড়াতে আমরা থাকবো আরো সজাগ আর তৎপর। শিক্ষার গুনগত মান ধরে থাকতে সকল প্রকার পপক্রিয়া থাকবে অব্যাহত। সাতক্ষীরা -৪ আসনের মাননীয় সাংসদ সদস্য এম পি এস এম জগলুল হায়দার অারো ভাল ফলাফল করার জন্য শিক্ষক, শিক্ষার্থী,ও অভিভাবক দের তৎপর থাকার জন্য পরামর্শ দিয়েছেন। কোচিং আর গাইড বইয়ের বাহিরে এসে নিজস্ব পক্রিয়ায় লেখাপড়ার গুনগত মান ধরে রাখার জন্য তিনি বলেছেন। এদিকে এ+ পাওয়া স্কুল গুলোর মধ্যে যারা থাকছে কাঠালবাড়িয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয় (০১), কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ(০৬), নকিপুর এইস সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৮), নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (০৮), জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়(০২), নুরনগর আশাতলা মাধ্যমিক বিদ্যালয় (০৯), কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়(০৩), , পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ(০১), ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়(০২), সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়(০১), বনশ্রী শিক্ষা নিকেতন (০৬), মুন্সগন্জি ত্রি পানী বিদ্যাপীঠ (০২), ইশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়(০১), ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (০১), বুড়িগোয়ালী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় (০১), আড়পাঙ্গাসিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়(০৪), তপোবন মাধ্যমিক বিদ্যালয় (০২) , পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয় (০৩), নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় (০৩), ছফিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় (০৩), ভুরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজ (০৪), গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (০৩)। তবে অনেক স্কুলে ১/২ জন এ+ পেলেও পরিক্ষার ফলাফলের % রয়েছে অনেক নীচে।