
মিঠু বরকন্দাজ ::
শ্যামনগরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গত ১৯ জুলাই বেলা ৩.০টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের রাজা প্রতাপাদিত্যে রাজধানী ধূমঘাট বিলে ২৫টি ঘোড়া এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাকেকুর রহমান সাদেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সংসদীয় আসনের মাননীয় এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্যা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলঃ জিএম আকবর কবির, প্রভাষক মোশারাফ হোসেন, প্রভাষক অলিউল রহমান। পরে প্রধান অতিথি এসএম জগলুল হায়দার ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।