
শ্যামনগর প্রতিনিধি :
‘আট হাত অন্তর এক হাত ঘাই, কলা গাছ লাগাও কৃষক ভাই’- এই খনার বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় জাতের কলা গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে হায়বাতপুর কৃষি নারী সংগঠন এই চারা বিতরণ করে।
কলা গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত কৃষাণী ও হায়বাতপুর কৃষি নারী সংগঠনের সভানেত্রী ফরিদা পারভীন, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তা জেসমিন আরা, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।
এ সময় পানখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী দুর্যোগ কবলিত ২৫টি পরিবারের মাঝে ৯০টি স্থানীয় জাতের কলা গাছের চারা বিতরণ করা হয়।