
বিজয় মন্ডল ::
শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের কাছারীব্রীজ থেকে কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি পর্যন্ত
কার্পেটিং রাস্তার ভিত্তি প্রস্তর করেছেন সাতক্ষীরা-৪ আসনে টানা ২য় বার নির্বাচিত সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বুধবার সকাল ১১ টায় শ্যামনগরেের আটুলিয়া কাশিমাড়ি ইউনিয়ন বাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ কাছারী ব্রীজ হতে শংকরকাটি পর্যন্ত কার্পেটিং রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ জগলুল হায়দার। এসময় দলীয় ও অংঙ্গ সহযোগী সংগঠনেের নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন॥