
এস কে সিরাজ ::
শ্যামনগরে এক পাগলা কুকুরের কামড়ে তিন শিশু মারাত্মক জখমের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে। খোঁজ নিয়ে জানা যায় শোমবার বিকাল আনুমানিক ৪ টার দিকে এক পাগলা কুকুর মুন্সিগঞ্জের হরিনগর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র সাজিদ (৯) কে আকস্মিক আক্রমণ করে এবং বাঘের ন্যায় কাঁধে এবং হাতে কামড় বসিয়ে কুকুরটি চলে যায় এবং প্রায় ১ কি মি সামনে এগিয়ে গিয়ে আরো দুই শিশুকে জখম করে। তারা হলো মথুরাপুর গ্রামের চুনু কর্মকারের মেয়ে দেবপ্রীয়া(৮) এবংহরিনগর গ্রামের মধুজীৎ মন্ডলের কন্যা মিতা (১৩)। এর মধ্যে আহত দেবপ্রীয়ার অবস্থা আশংকাজনক, কুকুরটি ওর মুখে এলোপাথাড়ি কামড়িয়ে বিভৎস অবস্থা করে দিয়েছে। অাহত শিশুদের পরিবারের এক সদস্য বলেন ওরা স্কুল থেকে সবে ফিরে এসে খেলছিল। এই অবস্থায় পাগলা কুকুরটি হঠাৎ অাক্রমন করে। তিনি বলেন বেশ কিছু দিন ধরে পাগলা কুকুরটি এলাকায় ঘুরছিল। তবে কুকুরটিকে কেউ ধরতে বা এলাকা থেকে এখোনো তাড়াতে পারিনি।