শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্মেলন


405 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্মেলন
মার্চ ১০, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বরে উক্ত কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ দবির উদ্দীন, প্রাক্তন সভাপতি আলহাজ্ব ডাঃ নূরূল আফসার, সাতক্ষীরা জেলা উষধ তত্ত্বাবধায়ক আব্দুল্ল্যাহ-আল মামুন, সাতক্ষীরা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সাধারণ সম্পাদক মোঃ কওছার আলী, সদস্য আলহাজ্ব ডাঃ আবু কওছার, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল, আওয়ামীলীগ নেতা স ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আকবর হোসেন, শ্যামনগর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর, আওয়ামী লীগ নেতা কুমুদরঞ্জন গায়েন, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল, শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি শ্যামনগর শাখার সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ দবির উদ্দীন এবং
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দকে ফুল, ক্রেস্ট ও ডায়েরি দিয়ে বরন করে নেওয়া হয় এবং উপস্থিত সকলকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।