
শ্যামনগর প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে পঞ্চম দিনে মৎস্য দিবসের ৫ম দিনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় মত বিনিময় সভায় মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, উপদেষ্টা শেখ আফজালুর রহমান, শেখ আবু সাঈদ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, অর্থ সম্পাদক কামরুজ্জামান সাগর সহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগর বলেন, সাধু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ স্থান অর্জন করেছে। সাধু পানির মাছ উৎপাদনে চীন, মায়ানমার, ভারতের পর পরই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ ২০১৩-২০১৪ অর্থ বছরে ৩৫লক্ষ মেঃ টনেরও বেশী মাছ উৎপাদন করেছে। যার আনুমানিক মুল্য ৫৩ হাজার কোটি টাকা। শ্যামনগর উপজেলায় মাছে কোন ফরমালিন ব্যবহার করা হয় না। শ্যামনগর উপজেলায় যতগুলো খাল, নদী বা জলাশয় আছে সেগুলো উন্মুক্ত রাখার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। শ্যামনগরের আওতায় সুন্দরবনের ভিতরে নদী বা খাল দখল করে কেহ মাছ চাষ করে না। এ ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে মাছের উৎপাদন ২৫% বৃদ্ধি করা হবে। যাতে জনপ্রতি মাছের চাহিদা ৫৬ থেকে ৬০ গ্রাম উর্ন্নিত হয় এবং রপ্তানী আয় বর্তমান সময়ের তুলনায় বৃদ্ধি পাবে। এতে ১দিকে মৎস্য চাষীদের আয় বাড়বে অন্যদিকে মৎস্য চাষে মহিলাদের অংশ গ্রহনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সর্বপরি তিনি নিরাপদ মাছ বিদেশে রপ্তানীর জন্য মিডিয়া কর্মীদের সহায়তা প্রদান করেন।