
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার শ্যামনগরে অর্ধশতাধিক পরিবারের মাঝে আটটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে ‘পাহাড় পর্বত সমতলে, গাছ লাগাই সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, উপজেলা সামাজিক বন বিভাগ, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ও ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন সম্মিলিতভাবে গাছের চারাগুলো বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা এমএম মিজানূর রহমান, ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী, সংগঠনের প্রধান উপদেষ্টা সামছুর রহমান, ফরেস্টার পিরামিন ইসহাক, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে তেতুল, কদবেল, রেইনট্রি, আমলকি, পেয়ারা, কড়–ই ও নিম গাছের ৪শ চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের সকলের ঁেবচে থাকার জন্য প্রতিবেশীয় গাছের কোন বিকল্প নেই। গাছ থেকে আমরা ফল, জ্বালানি ও আর্থিক সুবিধা পেয়ে থাকি। তাই প্রতিবেশীয় বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করেন তিনি।