
এস কে সিরাজ, শ্যামনগর:
শুক্রবার সাতক্ষীরা পুলিশ সুপার সুন্দরবন উপকুলীয় শ্যামনগর কলবাড়ী এলাকায় বিশেষ একটি প্রেগ্রামে আসেন। কালিগন্জ পার হয়ে শ্যামনগরের খানপুর সীমানায় পৌছানোর পর একটি পালসার মোটরসাইকেল যোগে তিন ব্যক্তি অস্ত্র সহ শ্যামনগর বাসস্টান্ডের দিকে আসতেছিল। এ সময় সন্দেহ হলে পুলিশ সুপারের গাড়ী থেকে তাদের দাড়ানোর জন্য সিগনাল দেয়া হয়। কিন্ত তারা সিগনাল পাওয়ায় আরো দ্রুত গতিতে গাড়ী চালিয়ে গোপন নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে। বিষয়টি আরো সন্দেহের দিকে ধাবিত করে পুলিশ সুপার মহোদয়কে ।এক পর্য্যায় দ্রুত গাড়ী চালিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করা হয়। কিন্ত মোটরসাইকেল আরোহিরা আরো দ্রুত মোটরসাইকেল চালিয়ে মেইন রোড ছেড়ে সোনার মোড় দিয়ে ভিতরের রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করে। এক পর্য্যায় তাদের কে থামাতে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে মোটরসাইকেল চালকের গতিরোধ করা হয়। তাদের কাছে থেকে একটি ইয়ার গান, গুলি সহ গাজা উদ্ধার হয়। এসময় তাদের কে আটক করে শ্যামনগর থানায় আনা হয়। শ্যামনগর থানা সুত্রে জানা গেছে, অস্ত্র, গাজা সহ আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগন্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে আনারুল ইসলাম(৩০), খ্যাগড়াঘাট গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান(২৩) , শ্রীফলকাটী গ্রামের সামসুল গাজীর ছেলে শরিফুল ইসলাম মিঠু(২৭)। শ্যামনগর থানা সুত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে বে- আইনি গাজা ও অস্ত্র রাখার অপরাধে পৃথক দুটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের কে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।