
বিজয় মন্ডল,শ্যামনগর ::
শ্যামনগর উপজেলার ফুলবাড়িতে মৎস্য ঘেরের বাসা ভাংচুর ও ঘেরের মাছ লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে লুটকৃত ঘেরের মালিক ফুলবাড়ি গ্রামের বিজয় সরকারের পুত্র শুকদেব সরকার।তিনি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে বলেন,ফুলবাড়ি মৌজার তিনি ৪ বছর যাবত ঘের ব্যবসা পরিচালনা করে আসছেন।২৬ শে মার্চ দুপুর ১২:৩০ মিনিটের দিকে বংশিপুর গ্রামের তোফাজ্জল উদ্দিন খার পুত্র তোফাজ্জেল খা,আতিয়ার খা এবং যাদবপুর গ্রামের মৃত গফফার গাজীর ছেলে শফিউর রহমান সহ ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ঘেরের বাসা ভাংচুর ও ঘেরের মাছ লুটপাট করে।এ সময় বিজয় সরকারের স্ত্রী আরতি রানী সহ কয়েকজন বাধা দিতে গেলে তাকে মারপিট করেন এবং তার ঘেরের বাসা পুড়িয়ে দেয় বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে পাঠ করেন।বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।