
বিজয় মন্ডল, শ্যামনগর ::
‘জানবে বিশ্ব জানবে দেশ
দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রধান চত্বরে এসে সমাপ্ত হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, বিভিন্ন সরকারী অফিসারবৃন্দ, সিপিপি সেচ্ছাসেবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তবর্গ।