
মেহেদী হাসান মারুফ শ্যামনগর :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চল্লিশতম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শ্যামনগরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম মহসীন-উল-মুলক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, আমজাদুল ইসলাম, মৎস কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমুখ। বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানগণ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে ১৫আগস্ট দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়।