
এস,কে সিরাজ, শ্যামনগর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামনগরে ৪০ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা নারী শিশু আদালতের বিশেষ পি.পি. জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রকৃতিকে মাল্যদান ও কালোব্যাজ ধারণের মধ্য এই কর্মসূচী শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জহুরুল হায়দার বাবু। এ সময় বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আল মেহেদী লিটন, সাবেক সহ প্রচার সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, সাবেক যুবলীগ সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন, যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড: ফুয়াদ হোসেন টিটন, শ্যামনগর সরকারী মহসীন কলেজের ছাত্রলীগের সভাপতি আঃ সবুর, সাধারণ সম্পাদক লায়েজ প্রমুখ।