
শ্যামনগর প্রতিনিধি :
৩রা নভেম্বর জাতীর জীবনে আরও একটি কলঙ্ক জনক দিন ৩৮ তম জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মেদ, মন্ত্রী সভার সদস্য ক্যাপ্টেন এম মুনছুর আলী ও এ এইচ এম কামরুজ্জমানকে নিষ্ঠুর ও নৃশংসভাবে হত্যা করা হয়। প্রতি বছরের ন্যায় দিনটি যথাযথ মর্যাদায় পালন করতে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আলীগের সহ-সভাপতি বাবু অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম আতাউল হক দোলন, বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুজ্জমান আনিচ, গোলাম মোস্তফা মুকুল, সম আব্দুস সাত্তার সহ শ্রমীকলীগ, যুবলীগ, আওয়ামী তরুণলীগ সহ আ’লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদুজ্জমান সাইদ।