
এস কে সিরাজ, শ্যামনগর
প্রচন্ড তাপদাহে পুড়ছে সুন্দরবন উপকুলীয় শ্যামনগরের জনপদ। বেশ কিছু দিন ধরে তাপদহ প্রবাহিত হচ্ছে এ জনপদে। এর সাথে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নতুন করে যোগ হয়েছে। একারনে জনজীবনে বয়ছে দুর্বিসহ অতিষ্ট যাত্রা। ঘর থেকে মানুষ বের হতে পরছেনা। বিশেষ করে বিপাকে পড়েছে দিনমুজুর মানুষেরা। এদিকে একারনে নানা রোগের আর্বিভাব ঘটেছে এ জনপদে। প্রত্যেক পরিবারের চলছে নানাবিধ রোগের প্রভাব। বিশেষ করে শিশুরা পড়ছে ডায়রিয়ার রোগে। শ্যামনগর হাসপাতাল সুত্রে জানাগেছে, গত এপ্রিলে হাসপাতালে ২৭১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়।তবে এর অধিকাংশ শিশু। এছাড়া বাচ্ছাদের মধ্যে গালগলা ফুলা, জ্বর , কাশি সহ নতুন নতুন রোগের প্রভাব পড়েছে। অভিজ্ঞ অনেকেই বলেছেন, প্রচন্ড তাপদহেরর প্রাকৃতিক দুর্যোগের কারনে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। জনজীবন কে অতিষ্ট করে তুলেছে এ তাপদহ। মানুষের জীবন যাত্রায় সবচেয়ে প্রিয় হলো তার সন্তান। আর এ সন্তান যখন অসুস্থ হয় তখন কোন পরিবারকে স্বস্তিতে থাকতে পারেনা। আর এভাবে চলছে শ্যামনগরের প্রায় প্রত্যেক পরিবারের জীবন যাত্রা।।