
এস কে সিরাজ,শ্যামনগর:
শ্যামনগরে তারফিন তেল পান করে অসুস্থ হলো পাচ বছরের শিশু আব্দুর রহমান। সে উপজেলার বংশ্বীপুর গ্রামের শওকত আলীর ছেলে। শিশুটি নিজ ঘরে খেলা করার এক পর্য্যায় তারফিন তেল পান করে। শিশু আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্যামনগরে হাসপাতালে আনা হয়। তবে বর্তমানে হাসপাতালে শিশু আব্দুর রহমান ভাল আছে বলে জানা গেছে।