
॥ সামিউল মনির ॥
পুলিশের উপর হামলা চালিয়ে এক উপ-পরিদর্শককে মারাত্বকভাবে আহত করে মঙ্গলবার বার বিকেলে দুই ডজনেরও বেশী মামলার আসামী হুমায়ন কবীর ওরফে রীট হুমায়ন গ্রেফতার হয়েছেন।

নারী নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ তিনটি মামলায় জামিনে না থাকা হুমায়নকে মঙ্গলবার বিকেলে উপজেলার মানিকখালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিজে দুই ডজনেরও বেশী মামলার আসামী হওয়ার পাশাপাশি হুমায়ুন এলাকার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হয়রানীমুলক মামলা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়সহ আরও দুটি মামলায় পুলিশ হুমায়ুনকে গ্রেফতারে অভিযান চালায়। এসময় সঙ্গীদের নিয়ে হুমায়ন তাকে গ্রেফতারে যাওয়া পুলিশ সদস্যদের উপর হামলা করলে এসআই আব্দুর রাজ্জাকসহ কয়েকজন পুলিশ আহত হয়।
হুমায়নকে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন হুমায়নের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।