
সামিউল মনির ::
শ্যামনগর উপজেলার ভামিয়া গ্রামে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় খায়রুল ইসলাম(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। পুলিশের উপ-পরিদর্শক খবির উদ্দীনের নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে উপজেলার পুর্ব দুর্গাবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খায়রুল একই গ্রামের গ্রামের জনৈক কামরুল গাজীর ছেলে। এ ঘটনায় ঐ গৃহবধু বাদি হয়ে শ্যামনগর থানায় মামলা (মামলা নং-১৪) করেছে।
ঘটনার শিকার গৃহবধু জানান , তার শ^শুরের পরিবারের পুর্ব পরিচিত খায়রুল ইসলাম প্রায় তাকে উত্যক্ত করতো। স্বামীর অবর্তমানে মাঝেমধ্যে শ^শুরালয়ে এসেও নানা ধরনের অঙ্গভঙ্গি করতো সে। বুধবার রাত সাড়ে এগারটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শোবার ঘরে ঢুকে খায়রুলকে দেখতে পায়। এসময় খায়রুল তাকে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক-চিৎকার শ^াশুড়ী ও ননদসহ প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই খায়রুল পালিয়ে যায়। তিনি আরও জানান তার স্বামী ইটের ভাটায় কাজের জন্য বরিশালে অবস্থান করছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, ঘটনার শিকার গৃহবধুর অভিযোগ পাওয়া মাত্রই নিজ বাড়ি থেকে অভিযুক্ত খায়রুলকে গ্রেফতার করা হয়েছে।