
এস কে সিরাজ,শ্যামনগর :
সুন্দরবন উপকুলীয় শ্যামনগরের কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের সামসুর রহমানের কন্যা নাহার (৩৫) শুক্রবার সকালে মাদার নদীতে ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় প্রবল জোয়ায়ের তোড়ে পানিতে তলিয়ে যায়। স্বানীয় এলাকাবাসী জানায় নদীতে মাছ ধরার সময় আকর্ষিক তার হঠাৎ মৃগীর রোগের উদ্ভাব হলে সে নদীতে তলিয়ে যায়। এ সময় তার পাশে না থাকায় কিভাবে ডুবে যায় তা কেউ বলতে পারেনা। রিপোর্ট লেখা পর্যন্ত নাহারের লাশ পাওয়া যায়নি।