
এস কে সিরাজ ::
কাশিমাড়ীর ৫৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ঝাপালীগামী রাস্তার কার্পেটিংয়ের কাজ অব্যাহত রয়েছে। রাস্তার দু”পাশের বয়স্ক কিছু গাছের ডাল একেবারই দুর্বল হয়ে পড়েছে।প্রতিনিয়ত ডালগুলো ভেঙ্গে পড়ছে।
স্থানীয় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ বলেন,এই গাছগুলো এখন পথচারীদের আতংক হয়ে দাড়িয়েছে।বেশ কিছু দিন আগে গাছের ডাল পড়ে এক স্কুল শিক্ষার্থী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।বর্তমানে প্রায় কালবৈশাখীর ঝড় হচ্ছে, যেকোন সময় এসকল দুর্বল গাছের ডালগুলো পড়ে মানুষের মৃত্যুর মত ঘটনা ঘটতে পারে।তিনি আরো বলেন,পথচারীরা সব সময় আতংকের মধ্যে দিন যাতয়াত করে থাকে। এছাড়া এ রাস্তার পাশে বাজার,স্কুল সহ একাধিক ব্যবসা কেন্দ্র রয়েছে। যার কারনে মানুষ সব সময় আতংকের মধ্যে দিন পার করছেন।তিনি বড় ধরনের দুর্ঘটনার আগেই কর্তৃৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে