
এস কে সিরাজ ::
শ্যামনগর সুন্দরবন সংলগ্ন মুন্সিগন্জ ইউনিয়নের বড়ভেটখালী এলাকায় সম্প্রতি পরিচয়হীন এক পাগলের মৃত্যু নিয়ে চলছে নানা গুন্জন। পাগলকে অসাবধনতার এক পর্য্যায় মারপিট করার কারনে মৃত্যু হয়েছে সরেজমিনে এলাকায় গেলে অনেকের মুখ থেকে একথা বেরিয়ে আসে।
এলাকার অভিযোগ সুত্রে জানা গেছে, বড়ভেটখালী এলাকার ইউছুপ বারের ছেলে আনোয়ার হোসেন এর বাড়ীতে পাগলটি দু” মুঠো ভাত ক্ষেতে গেলে, আনোয়ার হোসেন তাকে অসাবধনতার মধ্যে মারপিট করে। এক পর্য্যায় পাগলটি কয়েক ঘন্টা পর মারা যায়। আনোয়ার হোসনের বাড়ী সংলগ্ন পাগলটি মারা যাওয়ার পর আনোয়ার হোসেন তড়ি ঘড়ি করে স্থানীয় ইউনুস ও শফিকুলেের সহযোগিতায় কবরস্থ করে। এদিকে এধরনের একাধিক গুন্জন উঠায় শ্যামনগর থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওই এলাকার মহিলা মেম্বর সেলিনা সাইদ বলেন,পাগলটিকে মাটি দেওয়ার সময় আমাকে ডাকা হয়েছিল,তবে পাগলের মৃত্যু নিয়ে ওই সময় কেউ কোন কথা বলেনি।
এদিকে অানোয়ার হোসনের পক্ষ থেকে বলা হয়েছে পাগলের মৃতুর সাথে তারা কেউ জড়িত নয়, পাগলটি মারা যাওয়ার কারনে আমরা শুধুমাত্র কবরস্থ করেছি।
তবে এলাকার সচেতন মহল সাতক্ষীরা- পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
####