
এস কে সিরাজ, শ্যামনগর :
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ চলাকালীন শ্যামনগরে মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে বাগদা চিংড়ীতে পুশ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোবাইল কোর্ট নওয়াবেঁকী বাজারের এক চিংড়ী ডিপো মালিককে ৫০ হাজার জরিমানা ও ৬০ কেজি বাগদা বিনষ্ট করা হয়েছে।
শ্যামনগর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগরের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় নওয়াবেঁকী বাজারে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে গাজী ফিসের মালিক মোঃ নাসির উদ্দীনের ডিপোতে ওজনে মাছ বেশি নেওয়ায় তার দাঁড়ি বাটখারা জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাগদা চিংড়ী পানিতে ভিজানো ও অপদ্রব্য পুশ করায় ৬০ কেজি পুশকৃত বাগদা রাস্তায় ফেলে গাড়ীর চাকায় পিষে বিনষ্ট করা হয়। গাজী ফিসে অভিযান চলছে এই খবর জানার পর অন্যান্য ডিপো গুলো বন্ধ করে দেয় ডিপো মালিকরা।