
শ্যামনগর অফিস :
শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়নের ঝাপা এলাকায় জমি-জমা ও টিউবয়েল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই মহিলা বিশ্বজিৎ কুমারের স্ত্রী বিউটি রানী ও অরবিন্দ মন্ডলের কন্যা ¯েœহলতা রানী গুরুত্বর আহত হয়।
মঙ্গলবার সকালে এঘটনার পর স্থানীয় ঝাপা গ্রামের এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। আহত বিউটি রানীর স্বামী বিশ্বজিৎ মন্ডল জানান, আদালতে ননজিআর ৫৮১৭ নং মামলায় প্রতিপক্ষ ঝাপা গ্রামের দিনবন্ধু, বাসুদেব মন্ডল, দেবাশিষ ও করুনা মন্ডল জামিনে বাড়ীতে এসে আমাদের জমি দখল সহ বাড়ীর আঙ্গিনায় টিউবয়েল বসানোর সময় হামলা করে। এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।#