শ্যামনগরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


613 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মার্চ ১৯, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
সোমবার বিকাল ৪:৩০ মিনিটে শ্যামনগর ফুটবল একাডেমীর আয়োজনে নকিপুর হরিচরন সরকারি হাই স্কুল মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলাটি শুভ উদ্ধোধন করেন সাতক্ষীরা জর্জ কোটের স্পেশাল পিপি,শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারন সম্পাদক,শ্যামনগর সদর ইউ,পি চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু।
উক্ত খেলায় শ্যামনগর ফুটবল একাডেমী বনান কদমতলা পি-কে-ডে ফুটবল একাদশ প্রতিদন্দিতা করে।
খেলায় প্রথমার্ধ গোল শূন্য থাকে, দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে প্রথম গোলটি করে শ্যামনগর ফুটবল একাডেমীর পক্ষে অধিনায়ক আলমগীর কবীর রানা, ১/০ গোলো জয় লাভ করে শ্যামনগর ফুটবল একাডেমী। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন নোয়াঁবেকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল -মেহেদি লিটন, শ্যামনগর ক্রীড়া সংস্থার কোষাধক্ষ শফিকুল ইসলাম, শ্যামনগর ক্রীড়া সংস্থার সদস্য জাকির হোসেন গালিবার, সোনার বাংলা গ্রুপের চেয়ারম্যার নাজমুল হুদা পলাশ, শ্যামনগর ফুটবল একাডেমীর সাধারন সম্পাদক কোর্স আকতার হোসেন, শ্যামনগর সদর ইউ,পি সদস্য আসলাম হোসেন,
খেলাটির সার্ভিক তত্ত্বোবধানে ছিলেন দৈনিক সকালের আলো পরিবার ও শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিস।