
এস কে সিরাজ,শ্যামনগর
ভালবাসার সম্পর্ক নিয়ে বিয়ের পিড়েতে বসতে চেয়েছিল শ্যামনগর নকিপুর ম্যালো পাড়ার বাবু লাল ম্যালোর পুত্র প্রদীপ ম্যালো (২৭)। পারিবারিক ভাবে আগামী শুক্রবার সাতক্ষীরার আগড়দাড়ী এলাকার হারান ম্যালোর কন্যা স্থৃতি ম্যালোর সাথে প্রদীপের বিয়ের দিন তারিখ ঠিক হয়। দীর্ঘদিন ধরে প্রদীপ আর স্থৃতির মধ্যে ভালবাসার সু সম্পর্ক তৈরী হয়। প্রদীপ পারিবারিক ভাবে সকলের মতামতের ভিত্তিতে সামাজিক সুন্দর পরিবেশে বিয়ে করে প্রদীপ স্থৃতিকে নিয়ে সংসার করতে চেয়েছিল। বিয়ের দিন তারিখ ঠিক হলেও মেয়ের বাবা মামা কিছুটা অস্বস্তির কারনে অভিমানে স্থৃতি আজ রোববার সকালে নিজ বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করে। এদিকে এখবর শ্যামনগর জনপদে ভেসে আসলে নিজের জীবন সঙ্গীকে পাওয়ার আগেই মৃত্যুর খবরে প্রদীপ সহ্য করতে না পেরে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিতে আত্বহত্যার চেষ্টা করে।সকালে এ খবর পেয়ে দুপুরে বাথ রুমে যেয়ে হারপিক খেয়ে আত্বহত্যার চেষ্টা করে। তাৎক্ষনিক ভাবে বাথরুমের দরজা ভেঙ্গে প্রদীপের পরিবার প্রদীপকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করায়। শ্যামনগর হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে প্রদীপের জীবন প্রদীপ। সকল সু শুভ আয়োজনে অজান্তে সব কিছু নিভে গেল প্রদীপের জীবন যাত্রা থেকে।