
এস কে সিরাজ,শ্যামনগর ::
শ্যামনগর উপজেলা নকিপুর মাছ বাজারে ফরমালিনযুক্ত মাছ বিক্রয়কালীন সময়ে ২ কাটুন জব্দ ও ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ্ সাদীদ।
উপজেলা মৎস্য অফিসার মো: ফারুক হোসাইন সাগর কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে সত্যতা পাওয়া গেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ আব্দুল্লাহ্ সাদীদ মৎস্য ব্যবসায়িকে ৫০০০ টাকা জরিমানা করেন।তিনি মাছ ব্যবসায়ীদেরকে ফরমালিনযুক্ত মাছ বিক্রয় না করার বিষয়ে পরামর্শ দেন।তিনি আরও বলেন পরবর্তীতে যদি কেউ ফরমালিনযুক্ত মাছ বিক্রয় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এবং পরে জব্দকৃত মাছ অত্র অফিসের কর্মকর্তা/কর্মচারীসহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ও মাটিচাপা দিয়ে বিনষ্ট করেন।